ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
কাজাখস্তানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১২

কাজাখস্তানের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর ১০ বার বিস্ফোরণ ঘটেছে সেখানে।

এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

 নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে এক শুক্রবার ২৭ আগস্ট প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।  

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে।  
তিনি আরও জানান, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।