ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ইরানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৬ প্রতীকী ছবি

ইরানের পাহাড়ি রাস্তা থেকে একটি মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এক প্রতিবেদনে স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের পার্বত্য এলাকা মারিভান থেকে কামিয়ারান যাচ্ছিল মিনিবাসটি। কিন্তু পথিমধ্যে চালকের ভুলের কারণে গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বিশ্বের যেসব দেশে বেশি সড়ক দুর্ঘটনা হয় ইরান সেগুলোর মধ্যে একটি। দেশটির যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও  অদক্ষ চালক, যান্ত্রিক ত্রুটি ও ট্র্যাফিক আইন লঙ্ঘনের কারণে সেখানে প্রায় দুর্ঘটনা ঘটে। ইরানে বছরে প্রায় ১৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।