ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুক বান্ধবীর পরামর্শে উধাও ৪২ লাখ টাকা! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ফেসবুক বান্ধবীর পরামর্শে উধাও ৪২ লাখ টাকা! 

ফেসবুক বান্ধবীর পরামর্শে 'গোল্ড বার ' কিনতে গিয়ে ৪২ লাখ টাকা খোয়ালেন চিকিৎসক।  

ফেসবুকে আলাপের পর তরুণীর সঙ্গে সখ্য গড়ে ওঠে  এক চিকিৎসকের।

সেখান থেকেই আর্থিক বিষয়ে আলোচনার এক পর্যায়ে তরুণী তাকে স্বর্ণে বিনিয়োগ করার পরামর্শ দেয়। সেই বন্ধবীর কথা মতো বিনিয়োগ করতে গিয়ে শেষমেশ চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে উধাও ৪২ লাখ টাকা।  
ঘটনাটি ঘটেছে কলকাতায়। কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে বিষদ জানালেও ওই চিকিৎসকের নাম প্রকাশ করেননি।  

পুলিশ বলছে, ওই চিকিৎসকের সঙ্গে ফেসবুকে এক তরুণীর পরিচয় হয়। তরুণীর সঙ্গে ভাব গড়ে উঠলে তাকে 'গোল্ডবার' কেনার পরামর্শ দেন। ফেসবুক বান্ধবীর পরামর্শে 'গোল্ড বার ' কিনতে রাজি হন। পরে মত বদলে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে সেই বান্ধবী উধাও হয়ে যান।  

শুধু তাই নয়, ওই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে 'রেজর পে' অ্যাপের মাধ্যমে বের করে নেওয়া হয় ৪২ লাখ টাকাও।

এ নিয়ে ওই চিকিৎসক মহাচিন্তায় পড়েন। তরুণী বা ফেসবুক বান্ধবীর আর কোনো পাত্তা নেই। শেষে কলকাতা পুলিশের সাহায্য চান চিকিৎসক। কলকাতা পুলিশের তদন্তকারী একটি দল নামে এই তরুণীর খোঁজে।  

যে অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে, তার সন্ধানে তদন্তকারী দল পৌঁছে যায় মুম্বাই। সেখান থেকেই স্থানীয় পুলিশের সহায়তায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আসিফ আলি আহমেদ শেখকে। অপর অভিযুক্ত দিলীপ হিরানন্দ সজনানি বাড়িতে হানা দেয় তদন্তকারী দল।  

প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৬১ লাখ টাকা, তিন কেজি সোনা বেশ কিছু এবং জরুরি দলিল, আরও কিছু মূল্যবান জিনিস।  

 বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।