ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ  বিজয় রুপানি

ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন । এক সংবাদ সম্মেলনে শনিবার ১১ সেপ্টেম্বর এই ঘোষণা দেন তিনি।

 

বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী এর আগে রাজ্যপাল আচার দেবব্রতের সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র দেন ।
 

ইস্তফা দেওয়ার পরে বিজয় রুপানি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিজেপি গুজরাটে বিধানসভা ভোটে লড়বে। ’ গুজরাটে আগামী বছর বিধানসভা  নির্বাচন অনুষ্ঠিত ভোট হওয়ার কথা।   

তিনি বলেন,  সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।
করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছেন বিজয় রুপানি, এমনটাই দাবি কংগ্রেস নেতাদের।  

২০১৬ সালে বিজয় রুপানি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এ নিয়ে গত দু’মাসে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পালটে ফেলল বিজেপি। কর্ণাটক এবং উত্তরাখণ্ডের পরে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।