ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

তালেবানের অধীনে কাজে ফিরল আফগান পুলিশ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
তালেবানের অধীনে কাজে ফিরল আফগান পুলিশ 

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার কাজে ফিরেছে দেশটির পুলিশ সদস্যরা। তারা কাবুল বিমানবন্দরে তালেবানের পাশাপাশি দায়িত্ব পালন করছেন।

 

পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর তালেবান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। একই সঙ্গে দেশটির সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ক্ষমার আওতায় নিয়ে আসে তারা।  

আফগান পুলিশের দুজন কর্মকর্তা জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।