ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের গির্জায় হাজার হাজার যৌন নির্যাতক ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
ফ্রান্সের গির্জায় হাজার হাজার যৌন নির্যাতক ছিল

ফ্রান্সের রোমান ক্যাথলিক গির্জায় এক সময় হাজার হাজার যৌন নির্যাতনকারী ছিল। এ কথা জানিয়েছেন, সে সময়ের ঘটনাগুলোর তদন্তে গঠিত কমিশনের প্রধান।

শিগগিরই ওই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হবে।  

দেশটিতে ১৯৫০-এর দশক থেকে রোমান ক্যাথলিক চার্চে অসংখ্য যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হয়। ওই কমিশনের প্রধান জঁ-মার্ক সোভ।  

তিনি ফরাসি বার্তা সংস্থাকে জানিয়েছেন, ২,৯০০ থেকে ৩,২০০ শিশু নির্যাতনকারী পাদ্রী এবং অন্যান্য যাজকদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছেন তারা।

মোট ১১৫,০০০ জন পাদ্রী ও অন্য গির্জা কর্মকর্তার ব্যাপারে তদন্ত চালানো হয়। আগামী মঙ্গলবার এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে।  

বিভিন্ন দেশে কয়েকটি কেলেংকারীর ঘটনা ফাঁস হওয়ার পর ফরাসি ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ ২০১৮ সালে ঐ তদন্তের আদেশ দেয়। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।