ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘বিনা প্রশ্নে’ ২ দিনের ঋতুকালীন ছুটি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
‘বিনা প্রশ্নে’ ২ দিনের ঋতুকালীন ছুটি  ছবি: সুইগি 

বেশিরভাগ কর্মক্ষেত্রেই নারীদের জন্য ঋতুকালীন ছুটির ব্যবস্থা থাকে না। তবে এবার নারীদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা দিয়েছে ভারতের ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগি।

 

সুইগি জানিয়েছে, প্রতি মাসে দুই দিন ‘বিনা প্রশ্নে’ ছুটি দেওয়া হবে নারী কর্মীদের।  

শনিবার (২৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রেই নারী কর্মীরা ঋতুকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছুটির কারণ জানাতে সংকোচবোধ করেন। তাই ‘বিনা প্রশ্নে’ এই ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইগির ব্যবস্থাপনা বিভাগ। এই দুই দিন বেতনও পাবেন ওই নারী কর্মীরা।  

সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ বলেন, ঋতুকালীন নারীদের রাস্তাঘাটে বের হওয়া খুবই কষ্টদায়ক। এই সময় অনেক নারী পণ্য ডেলিভারির কাজ করতে চান না। এ কারণেই আমরা বেতনসহ দুই দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রত্যেক নারী ডেলিভারি পার্টনার এই ছুটি পাবেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।