ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ 

সিরিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও প্রকাশ পায়নি।

 

রোববার (৩১ অক্টোবর) পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যাওয়ার প্রদেশের ওই সামরিক ঘাঁটিতে কয়েকদফা বিস্ফোরণ হয়। ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী এবং তাদের মদদপুষ্ট একটি গ্রুপ ব্যবহার করে আসছে।

আল-তানফ শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর দেইর আয-যাওয়ার শহরের কাছে এই ঘাঁটিতে বিস্ফোরণে ঘটনা ঘটলো।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ ওয়েবসাইট সাবেরিন জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেইর আয-যাওয়ার প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটিতে চার দফা বিস্ফোরণ হয়।  

এই বিস্ফোরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি। এতে মার্কিন সেনাদের কেউ হতাহত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে একই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।