ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউস মুখপাত্র করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
হোয়াইট হাউস মুখপাত্র করোনায় আক্রান্ত জেন সাকি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) জেন সাকির করোনা শনাক্ত হয়।

তার হালকা কিছু উপসর্গ দেখা দিয়েছে। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।  

জেন সাকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ মঙ্গলবার হোয়াইট হাউজে তার সাক্ষাৎ হয়। এ সময় তারা ৬ ফুট দূরত্বে অবস্থান করেন এবং উভয়ই মাস্ক পরেছিলেন।  

বাইডেন প্রশাসনে করোনায় আক্রান্ত প্রথম কোনো হাই প্রোফাইল কর্মকর্তা তিনি। যদিও করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন ৪২ বছর বয়সী জেন সাকি।  

জেন সাকি বলেন, দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ থাকতে নিজের করোনা পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ করেছেন।  

এর আগে শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।