ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পেলেন সুদানের ৪ মন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
মুক্তি পেলেন সুদানের ৪ মন্ত্রী  জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান

সুদানে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই চাপ দিয়ে আসছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ব্যবস্থা ফেরানোর দাবি তাদের।

সেই চাপে হয়তো কিছুটা কাজ হলো।  

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, আটক চার মন্ত্রীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। তিনি বলেন, নতুন সরকারের দায়িত্বভার নেওয়া সময়ের অপেক্ষা।  

সুদান টিভি জানিয়েছে, টেলি-যোগাযোগমন্ত্রী হাসেম হাসালবালরাসোল, বাণিজ্যমন্ত্রী আলি গেড্ডো, তথ্যমন্ত্রী হামজা বালউল, যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ অ্যাডমকে মুক্তি দেওয়া হয়েছে।

আর-বুরহানের মিডিয়া উপদেষ্টা বলেন, আমরা জতীয় স্বার্থে অভ্যন্তরীণ ও বাইরের সব উদ্যোগকেই খতিয়ে দেখছি।

এর আগে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেন, সুদানের উচিত গণতান্ত্রিক পথেই চলা।

এর আগে ২৫ অক্টোবর সুদানের সরকার ভেঙে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে জরুরি অবস্থা জারি করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।