ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার অভিযাত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
৫৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার অভিযাত্রী

পর্বতে গুহার গভীরে পড়ে গেলে তাকে জীবিত উদ্ধার করা এক রকম অসাধ্যই বলা যায়। তবে সেই হিসেবে ভাগ্যবান বলতে হবে ক্তরাজ্যের ব্রেকন বিকন্স পর্বত এলাকায় পড়ে যাওয়া এক অভিযাত্রীকে।

প্রায় ২৫০ জন উদ্ধারকারী দীর্ঘ ৫৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করে তাকে।  

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শনিবার (৬ নভেম্বর) পা পিছলে পড়ে যান ওই অভিযাত্রী। মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। পিছলে পড়ে যাওয়ার পর শরীরে গুরুতর আঘাত পাওয়ায় গুহা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না ওই অভিযাত্রী।

সঙ্গে থাকা অন্য অভিযাত্রীরা স্থানীয় পুলিশকে খবর দেন। উদ্ধারকারীরা এলেও আহত অভিযাত্রীকে বের করতে হিমশিম খাওয়ায় অনেক স্বেচ্ছাসেবকরাও উদ্ধারে অংশগ্রহণ করেন। অবশেষে উদ্ধার হলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্ধারকারীরা।

উদ্ধারকারীদের একজন জানান, আহত ব্যক্তি অভিজ্ঞ ও দক্ষ গুহা অভিযাত্রী। পায়ের নিচ থেকে কিছু সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া পড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতও লেগেছে বলে জানান তিনি।  
ওয়েলসের গুহায় সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান ছিল এটি।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১০ , ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।