ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মানুষ থাকবে মহাকাশে, পৃথিবী হবে বেড়ানোর জায়গা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, নভেম্বর ১৬, ২০২১
মানুষ থাকবে মহাকাশে, পৃথিবী হবে বেড়ানোর জায়গা মানবজাতির ভবিষ্যৎ মহাকাশে: জেফ বেজোস

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইগনাটিস ফোরামে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অ্যামাজনের সাবেক প্রধান জেফ বেজোস বলেছেন, মানুষ খুব বেশিদিন আর পৃথিবীর বুকে থাকবে না, মানবজাতির ভবিষ্যৎ মহাকাশে। পৃথিবী এক সময় ভ্রমণের স্থানে পরিণত হবে।

তিনি বলেন, অনেকটা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্কগুলোর মতো। সব উৎপাদনের কাজ মহাকাশেই হবে। শ্রমিকদের হয়তো কখনো কখনো পৃষ্ঠে সফরের অনুমতি থাকবে। সে সময় মানুষ মহাকাশেই জন্ম নেবে এবং পরবর্তীতে পৃথিবীতে আসবে। ঠিক যেভাবে আপনি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঘুরতে যান।

সংবাদ মাধ্যমগুলো বলছে, নিজের ভাসমান মহাকাশ শহরের স্বপ্ন সম্পর্কেও জানিয়েছেন ব্লু অরিজিন প্রধান বেজোস। তার হিসাবে ভাসমান সে শহরে নদী, বনাঞ্চল এবং পশু-প্রাণীর দেখা মিলবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ