ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে আরও ৩ হাজার বসতি স্থাপন করছে ইসরায়েল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, নভেম্বর ২৫, ২০২১
জেরুজালেমে আরও ৩ হাজার বসতি স্থাপন করছে ইসরায়েল

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করতে অধিকৃত জেরুজালেমে (আল-কুদস শহর) আরও ৩ হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিন বিষয়ক ইসরায়েলের কথিত পৌরসভা সোমবার এই অনুমোদন দেয়।

এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৩ হাজার বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হলেও শেষ পর্যন্ত ৬ হাজার বসতি নির্মাণ করা হবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত ভূখণ্ডকে ইহুদীকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান করার তৎপরতা চালাচ্ছে তেল আবিব।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম দখল করে এবং এর কিছুদিন পর থেকেই এখানে বসতি স্থাপন শুরু করে।

ফিলিস্তিনবাসীর কাছে এ বসতিস্থাপন ফিলিস্তিনকে স্থায়ী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় হুমকি। ইসরায়েলের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিন।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।