ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত -ছবি ডয়েচে ভেলে

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় লোকজনকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো।

আগ্নেয়গিরির পার্শ্ববর্তী লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি সংবাদ সম্মেলনে জানান, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ অনেককে পেনাঙ্গলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কাদা ও ভেঙে পড়া গাছে রাস্তা আটকে যাওয়ায় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। এটি সাগরপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।