ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শিশুদের জন্য করোনার টিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
নিউজিল্যান্ডে শিশুদের জন্য করোনার টিকা অনুমোদন

করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও একই বয়সসীমার শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের কোভিড-১৯ টিকা ব্যবহারের অস্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ এই অনুমোদন দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, কমপক্ষে ২১ দিনের বিরতিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকার দু’টি ডোজ প্রয়োগ করা হবে।

প্রসঙ্গত, নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ শিশুদের শরীরে টিকা প্রয়োগের অনুমতি দিলেও এটি বাস্তবায়নের আগে কিউই মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। রয়টার্স জানিয়েছে, কিউই মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে এই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।