ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিলামে ম্যান্ডেলার প্রিজন সেলের চাবি, দ. আফ্রিকার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নিলামে ম্যান্ডেলার প্রিজন সেলের চাবি, দ. আফ্রিকার নিন্দা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় বীর নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা প্রিজন সেলের চাবি নিলামে তোলার পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এ পরিকল্পনার ‘কঠোর নিন্দা’ জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ নিলামঘর গুয়ার্নসির আগামী ২৮ জানুয়ারির নিলামের প্রধান আকর্ষণ এ চাবি ।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিক মন্ত্রী নাথি মথাথওয়া বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার ও রোব্বান দ্বীপ জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই চাবিটি নিলামের জন্য বিবেচনা করা হচ্ছে। এটি রহস্যজনক।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেলসন ম্যান্ডেলার সাবেক প্রিজন গার্ড ক্রিসতো ব্র্যান্ড হচ্ছেন এ চাবির বিক্রেতা।

মথাথওয়া আরও বলেন, রাষ্ট্রীয় সেবার আওতায় এ চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ। কোন ব্যক্তি এককভাবে এ চাবির মালিক হতে পারেন না। চাবিটি অবশ্যই এর আসল মালিকদের হাতে ফেরত দিতে হবে।

বিশ্বের জাতিবিদ্বেষ বিরোধী অন্যতম নেতা ম্যান্ডেলা ২০১৩ সালের ডিসেম্বরে ৯৫ বছর বয়সে মারা যান।

তিনি ১৯৯৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৯ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।