ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাদার তেরেসার দাতব্য সংস্থার বিদেশি অর্থায়ন বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
মাদার তেরেসার দাতব্য সংস্থার বিদেশি অর্থায়ন বন্ধ!

নোবেল বিজয়ী মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার বিদেশি অর্থায়নের লাইসেন্স স্থগিত করে দিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায়।

মিশনারিজ অব চ্যারিটি নামে এ সংস্থাটি পথশিশুদের জন্য আবাসন ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করে।  

বিবিসির খবরে বলা হয়, হিন্দুত্ববাদীদের চাপে দাতব্য সংস্থার এ অর্থায়ন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।  

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন বা ক্রিসমাস ডেতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

বিবিসি জানিয়েছে, দেশটির হিন্দুত্ববাদীদের অভিযোগ মিশনারিজ অব চ্যারিটি সেখানকার হিন্দুদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টায় লিপ্ত।  যদিও সংস্থাটি বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সংস্থাটি সোমবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তাদের লাইসেন্স নবায়ন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কথা জানায়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো বিদেশি তহবিল সংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করবে না।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সংস্থা নিয়ে একটি টুইট করে আলোচনায় আসেন।

টুইটে তিনি লিখেছিলেন, সরকার সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। কেন্দ্রীয় সরকার বিষয়টি অস্বীকার করে।

মেসিডোনিয়া থেকে আসা রোমান ক্যাথলিক মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামের দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।