ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরেকটি মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরেকটি মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স

ইমামের বক্তব্যের জেরে আরেকটি মসজিদ বন্ধের নির্দেশনা দিয়েছে ফ্রান্স। দেশটির উত্তরাঞ্চলীয় ওয়েসে শহরের একটি মসজিদে কট্টরপন্থামূলক বক্তব্য দেওয়ায় তা বন্ধ করা হয়।

খবর বিবিসির।  

প্যারিস শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তরে ওয়েসে শহরের বেউভাইস এলাকার গ্র্যান্ড মসজিদটি ছয় মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মসজিদকে এ ঘটনার জবাব দিতে ১০ দিনের সময় দিয়েছে কর্তৃপক্ষ।  

মসজিদে ইমাম ‘জিহাদি' যোদ্ধাদের ‘বীর’ এবং ঘৃণা ও সহিংসতা উসকে দিয়েছে বলে জানান ওয়েসের প্রিফেক্ট। এদিকে উগ্রবাদে জড়িত থাকার সন্দেহে ইসলামী উপাসনার স্থানগুলোতে তল্লাশি চালানো হয়।  

এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছিলেন যে তিনি প্যারিস থেকে শত কিলোমিটার দূরের বেউভাইসের মসজিদটি বন্ধের প্রক্রিয়া শুরু করছেন। কারণ এখানকার ইমাম ‘খ্রিস্টান, সমকামী ও ইহুদিদের লক্ষ্য করে’ বক্তব্য দিয়ে থাকেন।

বার্তা সংস্থা এএফপি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানায়, মসজিদটির ইমাম সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণ করেছেন। তার মন্তব্য ‌‘প্রসঙ্গের বাইরে ছিল’ বলে জানান মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের আইনজীবী। এমনকি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে বলে জানান তিনি।  

গত বছর থেকে চরমপন্থায় সম্পৃক্ত মসজিদগুলোতে বিচ্ছিন্নতাবাদ উৎসাহ দেওয়া হলে এর বিরুদ্ধে তল্লাশি শুরুর ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এমনকি তা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। সূত্র: বিবিসি।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।