ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চোরে ফেরত দিয়েছে ‘লর্ড অব রিংস’ বইটি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
চোরে ফেরত দিয়েছে ‘লর্ড অব রিংস’ বইটি  ‘দ্য লর্ড অব দ্যা রিংস’-এর প্রথম সংস্করণ

জেআরআর টলকিনে মহাকাব্যিক ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য লর্ড অব দ্যা রিংস’-এর প্রথম সংস্করণের একসেট বই চুরি যাওয়ার পর তা আবার ফেরত পাওয়া গেছে।

সেন্ট রিচার্ড হসপিস নামের দাতব্য সংস্থার একটি স্টোর থেকে বইটি হারানোর পর গত ১৮ ডিসেম্বর পুলিশকে জানানো হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হসপিস জানিয়েছে, সেন্ট সুইদিন স্ট্রিটে তাদের স্টোরে বইটি ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, ওই সেটে তিনটি বই ছিল। একটি হচ্ছে- দ্য ফেলোশিপ অব দ্য রিং, দ্য টু টাওয়ার্স অপরটি হচ্ছে দ্য রিটার্ন অব দ্য কিং।  বইগুলো ১৯৫৭ সালে প্রকাশ পেয়েছিল। যার একেকটির মূল্য প্রায় ১ হাজার ৫শ ইউরো।

সেন্ট রিচার্ডের বাণিজ্যিক পরিচালক ড্যান কর্নস জানিয়েছেন, বুধবার (২৯ ডিসেম্বর) স্টোর ব্যবস্থাপক ফোন করে জানিয়েছেন বই তিনটি তাকে রাখা আছে। তবে সেগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না, এমন জায়গায় রাখা হয়েছে। তার অর্থ কেউ খুব সতর্কতার সঙ্গে সেগুলো রেখে গেছেন। হয়তো চোর ভেবেছেন যে, এগুলো তার কোনো কাজেই লাগবে না এবং সে হয়তো কাজটি ঠিক করেননি। তাই চুরি করার পর আবার ফেরত দিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ইইউডি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।