ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড 

এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ ধর্মগুরুরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত ওই ধর্মগুরুকে কারাদণ্ড দেন।

এএফপি ও ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রবার্ট বি.। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক কিশোরীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন।  

২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখে অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে।  

ওই অভিযানে রবার্ট বি.কে গ্রেপ্তার করা হয়। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু।  

তবে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রবার্ট বি.। তিনি দাবি করেন, ভুক্তভোগী কিশোরী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।  

আদালতে পাঁচ বছরের সাজা দেওয়ার পর বরার্ট বি.র আইনজীবী বলেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।