ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওমিক্রন: বিশ্বে একদিনে প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
ওমিক্রন: বিশ্বে একদিনে প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের প্রবণতা ক্রমাগত বেড়েছে।  

গত শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা বড়দিনের পর থেকে একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়্যারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সারাবিশ্বে ৪ হাজার ৭৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে, ২ হাজার ৭৩৯টি ফ্লাইট অর্থাৎ অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়া শনিবার সারাবিশ্বে ১১ হাজার ৪৩টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৯৩টি যুক্তরাষ্ট্রের ফ্লাইট।  

এর আগে, বড়দিনের ছুটিতে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার ফ্লাইট বাতিল হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।