ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনে অবকাশ-যাপন কেন্দ্রে আগুন, নিহত ৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
স্পেনে অবকাশ-যাপন কেন্দ্রে আগুন, নিহত ৫

স্পেনের পূর্বাঞ্চলে একটি অবকাশ-যাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

 

দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি-এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এ সময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ জনকে।  

অবকাশ-যাপন কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।  
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।