ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে কেবল উ. কোরিয়াই!

অনলাইন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে কেবল উ. কোরিয়াই!

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো দেশ একটিই আছে। আর সেটি হচ্ছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে।

বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, বর্তমান বিশ্বে অনেক দেশ যুক্তরাষ্ট্রের বশ্যতা ও অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করে। সেখানে এই গ্রহে একমাত্র উত্তর কোরিয়াই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে।

বিশ্বে ২০০টিরও বেশি দেশ রয়েছে। তবে এর মধ্যে মাত্র কয়েকটি দেশে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

সাম্প্রতিক সময়ে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষা চালানো নয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটিই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতির মধ্যেই অন্যরকম হুঙ্কার দিলো দেশটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে হাওয়াসং-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যা প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অঞ্চলে আঘাত হানতে সক্ষম।

পরে এর পরবর্তী সংস্করণ হাওয়াসাং-১৫ এর পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।