ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিজাব পরে ক্লাস করতে না দেওয়া ভয়াবহ ঘটনা: মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
হিজাব পরে ক্লাস করতে না দেওয়া ভয়াবহ ঘটনা: মালালা

ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে চলমান ‘হিজাব ইস্যু’ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

শ্রেণিকক্ষে হিজাব পরার অধিকারের জন্য লড়াই করা ছয় শিক্ষার্থীর প্রতিবাদে শামিল হয়েছেন তিনি।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) মুসলিম নারীদের জন্য কিছু করতে ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান মালালা।

এক টুইটে তিনি বলেন, মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে না দেওয়া ভয়ংকর ব্যাপার। পোশাক বাছাইয়ের প্রশ্নে নারীদের বস্তু হিসেবে দেখা অব্যাহত রয়েছে। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।

নারী শিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালে পাকিস্তানে তালেবানের আক্রমণের শিকার হন মালালা। সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

পরে চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালের ডিসেম্বরে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা।

আরও পড়ুন:

হিজাব ইস্যুতে প্রতিবাদে শামিল প্রিয়াঙ্কা গান্ধী
হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, স্কুল-কলেজ বন্ধ

সূত্র: বিবিসি, এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।