ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়েবাড়ি যাওয়ার পথে বরসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
বিয়েবাড়ি যাওয়ার পথে বরসহ ৯ জনের মৃত্যু

ভারতের রাজস্থানের নয়াপুর থানায় বরযাত্রীবাহী একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে বরসহ নয় জনের মৃত্যু হয়েছে। বরযাত্রীর গাড়িটি কনের বাড়ির উদ্দেশে মধ্যপ্রদেশে রওনা দিয়েছিল।

কোটা সিটির পুলিশ সুপার কেশর সিং শেখাওয়াত বলেন, রোববার সকালে নয়াপুরা থানা এলাকায় কালভার্ট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই বরসহ নয় জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানতে পারে স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে। এরপর তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শুরু হয়।

প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। তারপর সাত-আট ফুট গভীর পানি থেকে ক্রেনে করে গাড়িটি নদী থেকে তোলা হয়। ওই সময় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মোট নয় জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বরযাত্রীদের গাড়ি চম্বল নদীতে পড়ে যাওয়ায় বরসহ নয় জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক।   নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।