ইউক্রেনের রাজধানী কিয়েভে দু’পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়েভের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় বন্দুকযুদ্ধ শুরু হয়।
স্থানীয় একটি হাসপাতাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত এত কমবয়সী আর কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। অধিকাংশ জায়গায় যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি কিয়েভ।
অন্যদিকে রুশ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বন্দুক হামলা থেকে বাঁচতে অন্তত এক লাখ ২০ হাজার ইউক্রেনীয় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তাদের বেশিরভাগই পশ্চিমের শহরগুলোতে পালিয়ে গেছে। অনেকে পাড়ি দিচ্ছে ইউক্রেন সীমান্তও। তারা পোল্যান্ডে ঢুকে পড়ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনএসআর