ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’ গুগল ম্যাপের প্রতীকী ছবি।

চার দিন ধরে ইউক্রেনজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেনের এ হামলার পঞ্চম দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি)।

এই হামলার রুশসেনাদের বিভ্রান্ত করতে রাস্তা থেকে ‘দিক-নির্দেশক’ সংক্রান্ত সব ধরনের বোর্ড সরিয়ে ফেলেছে ইউক্রেন।

এ প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স

রোববার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাবহরের অগ্রসরতায় লাগাম টানতে এবার রাস্তা থেকে ‘দিক-নির্দেশক’ সংক্রান্ত সব ধরনের বোর্ড সরিয়ে ফেলে ইউক্রেন। এ ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এদিকে, গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে জনসাধারণের জীবনের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।