ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন জুড়ে চলছে রুশ সেনা অভিযান। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ আগ্রাসনের সময় জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেছেন।  

বরিস জনসন জানান, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা পাঠানো নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা করা হবে। এছাড়াও দুই নেতা নিবিড় যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া এ সংঘাত কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ডেকে আনতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।