ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘কমেডিয়ান’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘কমেডিয়ান’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

সবশেষ করোনা ভাইস নিয়ে ‘মনগড়া’ কথা বলে আলোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে উপহাস করেছেন। তাকে কমেডিয়ান বলে উল্লেখ করেছেন তিনি।

 

একইসঙ্গে তিনি রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, বলেছেন, ‘রাশিয়া-ব্রাজিল কার্যত ভাই ভাই। ’

রোববার এক সংবাদ সম্মেলনে, ব্রাজিলের কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহাস করেন। তিনি বলেন, ‘ইউক্রেনের জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে সঁপে দিয়েছিল। ’

তিনি বলেন, ইউক্রেন সংকট নিয়ে ব্রাজিল নিরপেক্ষ থাকবে। আমরা পক্ষ নেব না। যা কিছু দিয়ে সম্ভব সাহায্য করব।

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টা ফোনে আলোচনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।