ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনের মাথার দাম সাড়ে ৮ কোটি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
পুতিনের মাথার দাম সাড়ে ৮ কোটি 

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৬৯০ টাকা (১০ লাখ মার্কিন ডলার) পুরস্কার দিতে চেয়েছেন তিনি।

 

অ্যালেক্স কোনানেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তা অ্যালেক্স কোনানেখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে একটি পোস্টে দিয়ে ওই পুরস্কার ঘোষণা করেন।  

অ্যালেক্স কোনানেখিন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করবে’।

তিনি আরও বলেন, ‘পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন’।

অ্যালেক্স কোনানেখিন ওই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ‘ওয়ান্টেড: জীবিত বা মৃত। গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন’।

রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।