ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসজিদে বিস্ফোরণ: পাকিস্তানে নিহত বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
মসজিদে বিস্ফোরণ: পাকিস্তানে নিহত বেড়ে ৫৭

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯৪ জন আহত হয়েছেন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মো. আসিম বলেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নয়জনের মরদেহ বেশি পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।

এর আগে আসিম জানিয়েছিলেন, বিস্ফোরণের পর অনেক রোগীর কারণে হাসপাতালের জরুরি বিভাগে বিশৃঙ্খলা দেখা দেয়। ওই সময় চিকিৎসকরা আহতদের অপারেশন থিয়েটারে নেওয়ার চেষ্টা করছিলেন। তখন হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পাশাপাশি আরো চিকিৎসককে ডাকা হয়।

শনিবার (০৫ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (০৪ মার্চ) দুপুরে পেশোয়ারের পুরোনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। জানা গেছে, নিরাপত্তার জন্য ওই মসজিদে দুই পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। সেখানে দুজন বন্দুকধারী উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন পুলিশ নিহত হন। অপরজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।  

এ বিষয়ে পেশোয়ারের রাজধানী সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মো. ইজাজ খান বলেন, এ স্থানে হামলার বিষয়ে আগে থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় মসজিদের বাইরে একজন পুলিশ নিহত হয়েছেন। হামলাকারীরা পাঁচ অথবা ছয় কেজি বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালিয়েছে।

এদিকে এ ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের সরকারের বিশেষ প্যাকেজের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাইবার পাখতুনওয়ান সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।