ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩৪ জন।
লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিতস্কির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
লভিভ শহর থেকে সামরিক ঘাঁটিটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে ইউক্রেনের ভেতরে মাত্র ছয় মাইল দূরে ওই সামরিক ঘাঁটির অবস্থান।
লভিভের আঞ্চলিক গভর্নর সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ এখন সামরিক ঘাঁটিতে আগুন নেভাতে কাজ করছে। ওই সামরিক স্থাপনায় ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে রাশিয়া।
লভিভের সামরিক কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনী শহরটিতে থাকা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। রোববার ১৮ দিনের মতো রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। ২৫ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
জেএইচটি