ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথিবীতে ইউক্রেন থাকবে, পুতিন থাকবে না: ব্লিংকেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
পৃথিবীতে ইউক্রেন থাকবে, পুতিন থাকবে না: ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন ভ্লাদিমির পুতিনের চেয়ে অনেক বেশি দিন টিকে থাকবে।

বুধবার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন।

খবর: বিবিসি

ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়েই বাড়ছে ক্ষোভ। পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়ার ওপর। তারপরও পুতিন যেন তার আগের অবস্থান থেকে এক চুল নড়েননি। এমন পরিস্থিতিতে এ মন্তব্য করেছেন ব্লিংকেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যদ্বাণী করে বলেন, এমন একটি স্বাধীন ইউক্রেন হতে চলেছে, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে অনেক বেশি স্থায়ী হবে। যেভাবেই হোক পৃথিবীতে ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবে না।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ  ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।