ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের চেরনোবায়েভখা শহরে গোলা হামলায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নিহত হয়েছেন। শনিবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এমন দাবি করেছে।

পোস্টে বলা হয়েছে, নিহত আন্দ্রেই মর্দভিচেভ রাশিয়ান সশস্ত্র বাহিনীর সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অষ্টম সম্মিলিত সশস্ত্র দলের কমান্ডার ছিলেন। খবর বিবিসির।

বিবিসির অনলাইন লাইভ নিউজে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টা সম্মুখযুদ্ধে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তবে ইউক্রেনের সৈন্যরা মিকোলায়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ান সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছেন।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলেও উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। এর আগে চলমান যুদ্ধে চারজন রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিল দেশটি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছিল বলে বিশ্লেষকদের ধারণা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।