ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা বরিস জনসনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
ইউক্রেনে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা বরিস জনসনের

ঢাকা: ইউক্রেনে রুশ সেনাদের সামরিক অভিযান চলমান। এ অবস্থায় ইউক্রেনে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (২১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন বরিস জনসন।

এক টুইট বার্তায় বরিস জনসন বলেন, চলতি সপ্তাহে ন্যাটো এবং জি-৭ এর বৈঠক রয়েছে-সেখানে 
আমি কীভাবে ইউক্রেনের স্বার্থকে এগিয়ে নিতে কাজ করব তা নির্ধারণ করতে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছি।  

টুইট বার্তায় তিনি আরও বলেন, এই ভয়ানক সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করার জন্য সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।