ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কি দৈনিক ১ হাজার ক্ষেপণাস্ত্র চায় যুক্তরাষ্ট্রের কাছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
জেলেনস্কি দৈনিক ১ হাজার ক্ষেপণাস্ত্র চায় যুক্তরাষ্ট্রের কাছে

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে প্রতিদিন ১ হাজার ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

জানা গেছে, ইউক্রেনের সরকার যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে অস্ত্র সহায়তা চেয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় অস্ত্রের একটি তালিকাও মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো হয়েছে।

লিখিত আবেদনপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন প্রতিদিন ৫০০ স্টিঙ্গার ও ৫০০ জ্যাভেলিন- মোট ১ হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেন বাহিনীকে।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে মারা গেছেন বহু সংখ্যক নিরীহ মানুষ।

বাংলাদেশ সম: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।