ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের হাসপাতালে হামলা প্রতিদিন বাড়ছে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
ইউক্রেনের হাসপাতালে হামলা প্রতিদিন বাড়ছে: ডব্লিউএইচও

ইউক্রেনের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ওপর অন্তত ৭০টির বেশি পৃথক হামলার ঘটনা ঘটেছে। প্রতিদিন এই হামলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করা বর্তমান যুদ্ধের কৌশলের অংশ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। খবর বিবিসির।

গত ৮ মার্চ খারকিভের দক্ষিণে ইজিয়ামে নতুনভাবে সংস্কার করা কেন্দ্রীয় হাসপাতালে রাশিয়ার হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, ওই হাসপাতালে রাশিয়া গোলা বর্ষণ করেছে। শহরের ডেপুটি মেয়র সামাজিকযোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে রুশ হামলার ক্ষয়ক্ষতির চিত্র দেখিয়েছেন। হাসপাতালটির গত বছর নির্মাণ করা নতুন ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সেই ঘটনার ভিডিও যাচাই করে দেখেছে বিবিসি। যদিও ইউক্রেনের কোনো ঘটনার সত্যতা যাচাই করা বর্তমান প্রেক্ষাপটে বেশ কঠিন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।