ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একরাতে ইউক্রেনের ৫০০ সেনা হত্যার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
একরাতে ইউক্রেনের ৫০০ সেনা হত্যার দাবি রাশিয়ার

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ৮৭টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী। এসব হামলায় একরাতে ইউক্রেনের ৫শ’ সেনাকে হত্যা করেছে তারা।

খারকিভ অঞ্চলের দুটি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউজএনসিআর

এর আগে, সোমবার (২৫ এপ্রিল) রাতে হামলা চালানো হয়েছে বলে জানায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে তারা দাবি করে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মেরামতের ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সেখানে সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান দেখা গেছে।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানো শুরু করে রাশিয়া। এরপর থেকে সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরীহ মানুষ।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে দেশ দুটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ এপ্রিল) তিন দিনের সফরে প্রথমে তিনি রাশিয়া যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।