ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোনেৎস্কে রুশ হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ৩, ২০২২
দোনেৎস্কে রুশ হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো।

একটি টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, আভদিভকা শহরে বোমা হামলায় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ভুলেদার শহরে গুলিতে তিনজন এবং লাইমান শহরে আরও তিন জনের মৃত্যু হয়ে নিহত হয়েছে। খবর আল-জাজিরা।

মার্চের শেষের দিকে রাজধানী কিয়েভের ওপর হামলা বন্ধ করার পর রাশিয়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।