ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আজভস্তালের ৯৫৯ যোদ্ধার আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ১৮, ২০২২
আজভস্তালের ৯৫৯ যোদ্ধার আত্মসমর্পণ আজভস্তালে যোদ্ধাদের নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে

ইউক্রেনের মারিওপোলের আজভস্তাল স্টিল কারখানা থেকে প্রায় এক হাজার সেনা আত্মসমর্পণ করেছে করেছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার (১৮ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত একদিনে আজভস্তাল স্টিল কারখানা থেকে ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। গত সোমবার থেকে ওই স্টিল কারখানা থেকে সেনাদের বের করে আনা শুরু হয়। আহত সেনাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।  

তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে গত একদিনে কতজন আত্মসমর্পণ করেছেন তা জানানো হয়নি।  

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২২ 
ইআর
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।