ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জ্বালানির দামে ‘আগুন’, বাড়ি থেকে কাজ করার আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
শ্রীলঙ্কায় জ্বালানির দামে ‘আগুন’, বাড়ি থেকে কাজ করার আহ্বান  শ্রীলঙ্কায় আরেক দফা বেড়েছে জ্বালানির দাম

শ্রীলঙ্কায় জ্বালানির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। মঙ্গলবার (২৪ মে) শ্রীলঙ্কা প্রশাসন ২৪.৩ শতাংশ বাড়িয়েছে পেট্রোলের দাম।

ডিজেলের দাম বেড়েছে ৩৮.৪ শতাংশ।  

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।  

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এর আগে শ্রীলঙ্কায় কখনও একসঙ্গে এতটা বাড়েনি জ্বালানির দাম।  

গত ১৯ এপ্রিলের পর থেকে এ নিয়ে দ্বিতীয় বার জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা।  দাম বৃদ্ধির পর শ্রীলঙ্কায় পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ৪২০ রুপিতে ( বাংলাদেশি ১০৩ টাকা) । এছাড়া ডিজেল বিক্রি হচ্ছে ৪০০ রুপিতে (বাংলাদেশি ৯৮ টাকা)।  

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সবাইকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।  

এক টুইট বার্তায় কাঞ্চনা উইজেসেকেরা বলেন, সরকারি পরিবহন এবং অন্যান্য পরিষেবার চার্জও একইভাবে বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ি থেকে কাজ করুন।  

গত দু’মাসেরও বেশি সময় ধরে অর্থনৈতিক, জ্বালানি এবং খাদ্য সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। সময় যতো গড়াচ্ছে পরিস্থিতি তত নাজুক হচ্ছে দ্বীপরাষ্ট্রটির। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যই আমদানি করতে হয়।  কিন্তু ডলারের মজুত তলানিতে নেমে যাওয়ায় জ্বালানি, খাদ্য ও অন্যান্য জরুরি পণ্য আমদানি করতে পারছে না দেশটি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ২৪ মে, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।