ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের ২টি ট্যাংকার আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ২৮, ২০২২
গ্রিসের ২টি ট্যাংকার আটক করেছে ইরান গ্রিক ট্যাংকার

পারস্য উপসাগরে দুটি গ্রিক ট্যাংকার আটক করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) ট্যাংকারগুলো আটক করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  গ্রিক উপকূলে ইরানের একটি ট্যাংকার থেকে যুক্তরাষ্ট্র তেল বাজেয়াপ্ত করে। এ নিয়ে এথেন্সের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে বলে সতর্ক করেছিল তেহরান। এরপরই এই দুটি  ট্যাংকার আটক করা হলো।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতির বরাত দিয়ে বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুটি গ্রিক ট্যাংকার আটক করেছে।

তবে বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি ।  

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার গ্রিক-পতাকাবাহী জাহাজ ডেলটা পোসেইডনে অবতরণ করেছে, যেটি ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। ট্যাংকারের ক্রুদের জিম্মি করা হয়েছে।  এদের মধ্যে দুই গ্রিক নাগরিক রয়েছে।

সূত্র: আল জাজিরা

১০৩৮ ঘণ্টা, ২৮ মে, ২০২২
ইআর 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।