ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরকবোঝাই পাকিস্তানি ড্রোন ভূপাতিতের দাবি ভারতের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
বিস্ফোরকবোঝাই পাকিস্তানি ড্রোন ভূপাতিতের দাবি ভারতের  পাকিস্তানি ড্রোন ভূপাতিতের দাবি ভারতের 

বিস্ফোরকবোঝাই পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারতের জম্মু-কাশ্মীরের পুলিশ। স্থানীয় সময় রোববার(২৯ মে) এই ড্রোনটি ভূপাতিত করা করা হয়।

 

পুলিশ দাবি করছে, ড্রোনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিল।  

আগামী মাসে কাশ্মীরে সনাতন ধর্মাবলম্বীদের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা শুরু হবে। এরমধ্যেই পাকিস্তানি এই ড্রোনটি ভূপাতিত করা হলো।  

জম্মু-কাশ্মীর পুলিশের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, ড্রোনটিতে সাতটি ম্যাগনেটিক বোমা এবং অনেকগুলি আন্ডার ব্যারেল গ্রেনেড ছিল। সকালে তল্লি হাড়িয়া চক এলাকায় সীমান্তে ড্রোনটি পুলিশের ভূপাতিত করে।  
 
জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাবে ড্রোনে করে মাদক, বিস্ফোরক, এমনকি অস্ত্র পাচারের মতো ঘটনা ঘটে। এরমধ্যে বেশ কয়েকটি ড্রোনকে গুলি করেও নামিয়েছে বিএসএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৯ মে, ২০২২
ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।