ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ৯, ২০২২
ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ ভারতে এক শিশুর করোনা পরীক্ষা করা হচ্ছে

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সাত হাজার ২৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

যা এর আগের দিনের চেয়ে ৪০ শতাংশ বেশি। এ সময়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের।

বৃহস্পতিবার (০৯ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।  

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৯৪ দিন পর ভারতে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জন।  

গত কয়েক দিনে ভারতের মহারাষ্ট্র ও বেঙ্গালুরুতে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় বেঙ্গালুরুতে মাস্কপরা বাধ্যতামূলক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ০৯,২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।