ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২২
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী এক তরুণের গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন। তারা কলম্বিয়া মেশিন কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন। বন্দুকধারীর সঙ্গে গোলাগুলির সময় এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, সহকর্মীদের গুলি করে পালিয়ে যাচ্ছিলেন ওই তরুণ। পরে তাকে ধাওয়া করা হয়। গাড়ি নিয়ে পালানোর সময় মেরিল্যান্ড রাজ্য পুলিশের এক সদস্যের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। এ ঘটনায় দুজনই আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কলম্বিয়া মেশিন কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তে পুলিশকে সহায়তা করছে। এফবিআই ও মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার-আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ ঘটনাস্থলে তাদের এজেন্টদের পাঠিয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১০ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।