ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ওমিক্রনের আরও সংক্রামক উপধরন শনাক্ত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২২
রাশিয়ায় ওমিক্রনের আরও সংক্রামক উপধরন শনাক্ত 

রাশিয়ায় করোনাভাইরাসের ধরন ওমিক্রনের আরও একটি উপধরন পাওয়া গেছে। এটি স্বাভাবিকের চেয়ে বেশি সংক্রামক।

 রাশিয়ার স্বাস্থ্যবিষয়ক ওয়াচডগ সংস্থা রোসপোত্রেবন্যাদজোরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটি জানিয়েছেন।  ভারতীয় বার্তা সংস্থা এএনআইর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

 রোসপোত্রেবন্যাদজোরের মহামারি সংশ্লিষ্ট কর্মকর্তা কামিল খাফিজভ সাংবাদিকদের বলেন, জাতীয় দুটি ল্যাব ওমিক্রনের উপধরন বিএ.৪-এর ভাইরাল জেনোম কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। গত মেতে নমুনাগুলো সংগ্রহ করা হয়।   

যদিও বিজ্ঞানীরা বলছেন, রাশিয়ার ৯৫ শতাংশ করোনা রোগী এখনো ওমিক্রনের উপধরন বিএ.২-এ আক্রান্ত।  

 কামিল খাফিজভ  জানান, সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ উপধরনগুলো স্বাভাবিকের চেয়ে আরও বেশি সংক্রামক।  

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গত মাসে সতর্ক করে বলেছেন,  ওমিক্রনের উপধরন বিএ.৪ এবং বিএ.৫ টিকা কম পাওয়া দেশগুলোতে করোনার নতুন ঢেউ তৈরি করছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।