ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগ্নেয়াস্ত্র আইন: একমত মার্কিন সিনেট গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আগ্নেয়াস্ত্র আইন: একমত মার্কিন সিনেট গ্রুপ মার্কিন কংগ্রেস ভবন

গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় দুই প্রাপ্তবয়স্ক ও ১৯ শিশুসহ ২১ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর লাখো মার্কিন নাগরিক আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করেছেন।

বন্দুক আইনের লাগাম টানতে আহ্বান জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিনেটরদের দ্বিদলীয় একটি গ্রুপ সম্ভাব্য আগ্নেয়াস্ত্র আইনের কাঠামোর বিষয়ে একমত হয়েছে।

এ ব্যবস্থার মধ্যে থাকবে ২১ বছরের কম বয়সী আগ্নেয়াস্ত্র ক্রেতাদের জন্য আরও কঠিন অতীত অনুসন্ধানের ব্যবস্থা এবং অবৈধভাবে বন্দুক কেনাবেচার বিরুদ্ধে অভিযান।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার চেয়ে এ ব্যবস্থা অনেকটাই শিথিল।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগ্নেয়াস্ত্র আইনে কিছু নমনীয় পরিবর্তন এনে সম্প্রতি একটি প্রস্তাব পাস হয়েছে। তবে মূলত রক্ষণশীল রিপাবলিকান সিনেটরদের বিরোধিতার কারণে উচ্চকক্ষ সিনেটে বিলটি আটকে যাবে বলে মনে করা হচ্ছে। আর সিনেটের পর্ব উৎরাতে না পারলে তা আইনও হবে না।

২০০ বছরের বেশি আগে গৃহীত মার্কিন সংবিধানে প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার থাকায় বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনের একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে রক্ষণশীলরা এর পক্ষে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।