ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে শিখ উপাসনালয়ের কাছে বিস্ফোরণ-গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
কাবুলে শিখ উপাসনালয়ের কাছে বিস্ফোরণ-গুলি

ভয়াবহ দুটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবার (১৮ জুন) সকালে শিখ ধর্মের উপাসনালয় গুরুদুয়ারার কাছে একটি ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে তালেবান সরকারের পুলিশ। এছাড়া ওই এলাকায় একাধিক গুলির শব্দও শোনা গেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুরুদুয়ারায় কমপক্ষে ১৬ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন। তবে তাদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ কারণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের টোলো নিউজ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছে, কাবুল শহরের কার্তে পারওয়ান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ঘটনার ধরন এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি তারা।

এর আগে গত ১১ জুন কাবুলে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পরে আফগানিস্তানে বেশ কয়েকটি হামলার জন্য আইএস-এর খোরাসান শাখা দায় স্বীকার করেছিল।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।