ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানি সংকটে এবার শ্রীলঙ্কায় বন্ধ হলো স্কুল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জ্বালানি সংকটে এবার শ্রীলঙ্কায় বন্ধ হলো স্কুল  শ্রীলঙ্কায় বন্ধ হলো স্কুল 

জ্বালানি সংকটের কারণে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, জ্বালানি আমদানির মূল্য পরিশোধের মতো ডলার নেই শ্রীলঙ্কার কাছে। তাই গণপরিবহন চলাচল প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে এ ঘোষণা দিল সরকার।  

শুক্রবার (১৭ জুন) দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,  পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের জ্বালানির ব্যবস্থা করতে না পারায় কর্মক্ষেত্রে কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে।  

জ্বালানি সংকটের কারণে এ সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা সরকার সরকারি কর্মীদের জন্য সপ্তাহে তিনদিনের ছুটি ঘোষণা করেন।   

 শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। যদি বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা থাকে তাহলে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে।  

সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় প্রতি পাঁচজনের মধ্যে চারজনই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। তাদের কাছে খাবার কেনার মতো টাকা নেই।  

এরইমধ্যে জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত  শ্রীলঙ্কার জন্য ৬ কোটি ডলারের সহায়তা দেওয়ার চেষ্টা করছে।  

সংকট কবলিত শ্রীলঙ্কার মোট বিদেশি ঋণের ৫১ বিলিয়ন বা পরিমাণ পাঁচ হাজার একশ’ কোটি ডলার। এ ঋণ থেকে মুক্তি পেতে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।