ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না: জনসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০২২
পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না: জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

নারী হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতেন না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (২৮ জুন) জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার বিভিন্ন পদে আপনাদের আরও বেশি নারীর প্রয়োজন। পুতিন যদি একজন নারী হতেন, যা স্পষ্টতই তিনি নন, কিন্তু তিনি যদি তা (নারী) হতেন, আমি সত্যিই মনে করি না যে তিনি এই ‘পাগলামী ও দাম্ভিক’ আক্রমণ-সহিংসতার মাধ্যমে এই পন্থায় যুদ্ধ শুরু করতেন।  

 তিনি আরও বলেন, আপনি যদি বিষাক্ত পুরুষত্বের একটি নিখুঁত উদাহরণ চান, তাহলে তা হবে- পুতিন ইউক্রেনে যা করছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু হলে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এগিয়ে রাখতে পশ্চিমা দেশগুলোকে কৌশলগত সহায়তা করতে হবে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়:১৪৩৫ ঘণ্টা, ২৯জুন, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।